নওগাঁর আত্রাই উপজেলায় মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামগ্রাম বাঁধপাড়া এলাকার নিজ বাড়ির শোবার ঘরে তাদের মরদেহ পাওয়া যায়।
নিহতরা হলেন, উপজেলার জামগ্রাম বাঁধপাড়া এলাকার ভ্যানচালক আরিফুল ইসলামের স্ত্রী সাবিনা (২৬) ও মেয়ে আফরোজা (৮)। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আরিফুল ইসলাম। সকাল সাড়ে ৮টার দিকে খাবার খেতে বাড়িতে এসে তিনি সাবিনা ও আফরোজার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরবর্তীতে ডাক-চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনের লাশ উদ্ধার করে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। তবে, এটি হত্যা নাকি আত্মহত্যা সেটা তাৎক্ষণিক বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন