বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে বিক্ষোভ করছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে তারা। গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ; পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।
এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০ টা থেকে সড়ক আটকে রেখেছে শ্রমিকরা। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ৫ ঘণ্টার অবরোধে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা বিভিন্ন কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ কয়েক দফায় শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের মহাসড়ক থেকে সরানোর জন্য। পরে বেলা ১টার দিকে পুলিশ টিয়ার শেল ছুড়লে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। পুলিশ টিয়ার শেল ছুড়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নেয়। পরে তারা আবার অন্যত্র দিয়ে সড়ক অবরোধ করে।
এ বিষয়ে কালিয়াকৈর সার্কেলের সিনিয়র এএসপি আজমীর হোসেন টেলিফোনে গণমাধ্যমকে বলেন, বিভিন্ন কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে সড়কে নেমে আসে। তারা কোনাবাড়ি সখীপুর এলাকায় সড়কের বিভিন্ন স্থান ব্যারিকেড দিয়ে রাখে। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু কিছুতেই তারা সড়ক ছাড়তে চাচ্ছিল না। এ সময় সড়কে তীব্র যানজট দেখা দেয়। পুলিশ তাদের সড়ক থেকে উঠিয়ে দিতে চাইলে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানান, সকাল ৯টা থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী কলেজ গেট এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের অবরোধ তুলতে নিতে বলে। তবে অবরোধ তুলে নেননি শ্রমিকেরা। পরে পুলিশে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
এ খবর কালিয়াকৈরের মৌচাক ও শফিপুর শিল্পাঞ্চলের শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা বেলা ১১ টার দিকে সড়ক অবরোধ করে রাখেন। এতে কোনাবাড়ী কলেজ গেট থেকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ সময় ক্ষুব্ধ শ্রমিকেরা নূনতম ২৩ হাজার টাকা বেতনের দাবিতে স্লোগান দিতে থাকেন।
মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, বেতন বৃদ্ধির দাবিতে কয়েকটি কারখানার শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ, থানা পুলিশ কাজ করছে।
কালিয়াকৈর সার্কেলের সিনিয়র এএসপি আজমীর হোসেন বেলা সাড়ে ৩টায় জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে তাদের এক স্থান থেকে সরিয়ে নিলে অন্যত্র জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন