শীতার্তদের মাঝে বিজিবি'র কম্বল বিতরণ

শীতার্তদের মাঝে বিজিবি'র কম্বল বিতরণ
MostPlay

রাঙামাটিতে দুঃস্থ অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি'র রাঙামাটি সেক্টর সদর দপ্তরের উদ্যোগে এই কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (০৪ জানুয়ারী) রাঙামাটি সেক্টর সদর দপ্তরে বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯০টি অসহায় পরিবারের হাতে কম্বল তুলে দেন রাঙামাটি সেক্টর কমান্ডার কর্ণেল তরিকুল ইসলাম পিবিজিএমএস, পিএসসি এর পক্ষে রাঙামাটি সেক্টরের ভারপ্রাপ্ত লজিস্টিক অফিসার সহকারী পরিচালক সাইফুল ইসলাম। 

এবিষয়ে বিজিবি সেক্টরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, দুর্গম পার্বত্য অঞ্চলে বসবাসরত মানুষদেরকে বিজিবি পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে। আমরা সাধ্যমতো তাদের সুখে দুঃখে সঙ্গে থাকার চেষ্টা করছি। 

গরীব ও দুঃস্থ অসহায় শীতার্তদের মাঝে মানবিক দায়বদ্ধতা থেকে অত্র সেক্টর ২য় ধাপে আজ ৯০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে। এছাড়াও রাঙামাটি সেক্টরের আওতাধীন সকল ব্যাটালিয়ন কর্তৃক কম্বল বিতরণ করা হয়েছে।

এসময় সংশ্লিষ্ট বিজিবি সদস্য ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password