নওগাঁর মান্দায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ

নওগাঁর মান্দায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ
MostPlay

নওগাঁ জেলার মান্দা উপজেলায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ করা হয়েছে। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় এসব পাটবীজ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন, উপসহকারী পাট উন্নন কর্মকর্তা চিত্ররঞ্জন মিত্র, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জনতা রানী বর্মণ প্রমূখ।

উপসহকারী পাট উন্নন কর্মকর্তা চিত্ররঞ্জন মিত্র বলেন, চলতি মৌসুমে উপজেলার ১৪ ইউনিয়নে ২ হাজার ৫০০ জন কৃষকের মাঝে উন্নতজাতের এককেজি করে পাটবীজ বিতরণ করা হয়েছে। আগামিতে এসব কৃষককে ৩ কেজি করে টিএসপি, ৬ কেজি ইউরিয়া ও ৩ কেজি এমওপি (পটাশ) সার দেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password