রাজধানীর পুরান ঢাকার চকবাজারে বিসমিল্লাহ টাওয়ার সংলগ্ন একটি ভবনে সিরামিক গোডাউনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। মঙ্গলবার দুপুর ১২টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি পাঁচ তলা ভবনের পাঁচ তলায় সিরামিক গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। পরে দুপুর ১২টার পরপরই আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন