হাটহাজারীতে পাওয়ার প্ল্যান্টে আগুন

হাটহাজারীতে পাওয়ার প্ল্যান্টে আগুন
MostPlay

উত্তর চট্টগ্রামের হাটহাজারীতে ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্টের একটি ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় কেন্দ্রটির ২৩০ কেবির একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লেগে যায়। শনিবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, এই ট্রান্সফরমারের সঙ্গে মদুনাঘাট সাবস্টেশনের সংযোগ রয়েছে। বিস্ফোরণের পর পর কয়েককটি স্থানে বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের পটিয়াসহ আরো কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এমনকি ইফতারের সময় ও বিদ্যুৎ সংযোগ সচল না হওয়ায় তীব্র গরমের মধ্যে রোজাদারদের ইফতার করতে কষ্ট হয়েছে।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে বিদ্যুৎকেন্দ্রটি রক্ষা পায়।

এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা হবে বলে উল্লেখ করা হয়েছে। চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী রেজাউল করিম বলেন, ট্রান্সফরমারে শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবে বিদ্যুৎকেন্দ্রে এ ধরনের বৈদ্যুতিক গোলোযোগ হতেই পারে। এ কারণে চট্টগ্রামের কিছু কিছু এলাকায় লোড শেডিং হয়। বর্তমানে সব কিছু স্বাভাবিক হয়ে এসেছে। প্রায় ৮০ শতাংশ এলাকায় বিদ্যুৎ পুনরায় চালু হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password