খুলনায় বিএনপির সমাবেশ মঞ্চে ফখরুল ইসলাম উপস্থিত হয়েছেন

খুলনায় বিএনপির সমাবেশ মঞ্চে ফখরুল ইসলাম উপস্থিত হয়েছেন
MostPlay

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ মঞ্চে প্রধান অতিথি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হয়েছেন। দুপুর ২টার সামান্য আগে তিনি মঞ্চে উপস্থিত হন। সমবেত সবাই স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান। এর আগে সকাল ১১টার দিকে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্য দিয়ে সভা শুরু হয়।

সভাপতিত্ব করছেন বিএনপি খুলনা মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। নগরের ফেরিঘাট মোড়ের সোনালী ব্যাংক চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সেখানে এখন হাজারো মানুষের ঢল। পূর্ব দিকে ডাকবাংলো মোড়, পশ্চিমে শিববাড়ি মোড় পর্যন্ত লোকে লোকারণ্য।

শুক্রবার (২১ অক্টোবর) রাত থেকেই সমাবেশস্থলে মানুষ জড়ো হতে শুরু করে। খুলনার প্রবেশপথ রূপসা ফেরিঘাট, রেলস্টেশন, গল্লামারী, বয়রা প্রভৃতি এলাকায় সমাবেশে যোগদানকারীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের দলীয় কর্মী-সমর্থকরা লাঠি হাতে তাদের বাধা দিয়েছেন বলে একাধিক যোগদানকারী অভিযোগ করেছেন। খুলনা রেলস্টেশনে বিএনপি দলীয় কর্মী-সমর্থকদের মোটরসাইকেল ভাঙচুর নিয়ে উত্তেজনা তৈরি হয়।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, দুই দিনের বাস ধর্মঘট, ২৪ ঘণ্টার লঞ্চ ধর্মঘট ও শুক্রবার রাত থেকে নগরের পাশের রূপসা ঘাটে পারাপারের নৌকা চলাচল বন্ধ থাকায় কার্যত খুলনা নগরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবুও ট্রেন, নৌকা, ট্রলার, নিজস্ব যানবাহনে ও পায়ে হেঁটে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশে আসছেন।

বিএনপি নেতারা বলছেন, সব বাধা পেরিয়ে সমাবেশ ‘জনস্রোতে’ পরিণত হবে। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নির্বাচনকালীন সরকারের দাবিতে এবং জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে আয়োজিত হয়েছে এই গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য দিবেন কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা। সমাবেশের মঞ্চ থেকে শিববাড়ি মোড় পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাজুড়ে টাঙানো হয়েছে ১২০টি মাইক। আটটি পয়েন্টে বসানো হয়েছে প্রজেক্টর।

মন্তব্যসমূহ (০)


Lost Password