‘শিক্ষাই জাতির মেরুদণ্ড, অগ্রগতিতে শিক্ষাই হোক মূলমন্ত্র’ শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ঢাকার দোহার উপজেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল, ২০২৫) সকালে উপজেলার জয়পাড়া কলেজের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড এই শিক্ষার মানকে বাড়িয়ে তুলতে শুধু শিক্ষকরা শিক্ষার্থীদের খেয়াল রাখবে তা নয়, একজন অভিভাবক হিসেবে তাদের দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে হবে। প্রত্যেক শিক্ষার্থী তাদের মায়ের হাতের গরম ভাত খেয়ে কলেজে আসে কিন্তু কিছু শিক্ষার্থী কলেজে না এসে গেটের বাহিরে থেকে আড্ডা দিয়ে বাড়িতে ফিরে যায়। এগুলোর উপর নজরদারি রাখতে হবে। তাহলেই সমাজে একজন ভালো ছাত্র-ছাত্রী ভালো মানুষ হিসেবে গড়ে উঠা সম্ভব।
এ মতবিনিময় সভায় আরও উপছিলেন জয়পাড়া কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, মালিকান্দা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাকিব ফারুকী, পদ্মা সরকারি কলেজের এমারত হোসেন ইমরান, কোঠাবাড়ি কলেজের অধ্যক্ষ রথীন্দ্রনাথ দত্ত এবং বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের সিদ্দিকুর রহমান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জয়পাড়া কলেজের সহকারী অধ্যাপক নাসরিন খানম, সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস মিয়া, বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবতোষ সাহা, মালিকান্দা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, পদ্মা সরকারি কলেজের প্রভাষক এমারত হোসেন ইমরান, প্রভাষক তারেক রাজীব, প্রভাষক সেলিম হোসেন সহ প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন