নওগাঁর সাপাহারে তিলনা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহরিয়ার বিদ্যুৎ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর নিজ ওয়ার্ডে আসন্ন তিলনা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে পদপ্রার্থী হতে ভোটারদের নিয়ে মতবিনিময় সভা করেন সাবেক ইউপি সদস্য শাহরিয়ার বিদ্যুৎ।
এসময় এলাকার সর্বস্তরের জনগনের দোয়া, আর্শীবাদ, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন তিনি। উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীনের মৃত্যুতে তিলনা ইউনিয়ন পরিষদের 'চেয়ারম্যান পদ' শূন্য ঘোষণা করা হয়।
গত ৩১ মে ইউনিয়ন পরিষদ শূন্য পদে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। ঘোষিত তফশিল অনুযায়ী এ ইউনিয়নে আগামী ১৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন