পরিবহন ধর্মঘটের বিষয়ে কিছুই জানি না : বিআরটিএ চেয়ারম্যান

পরিবহন ধর্মঘটের বিষয়ে কিছুই জানি না : বিআরটিএ চেয়ারম্যান
MostPlay

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশের আগের দিন থেকে গণপরিবহন চলাচল বন্ধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। আজ শুক্রবার সকালে বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে জাতীয় সড়ক দিবস-২০২২ উপলক্ষে সরকারের নেওয়া কর্মসূচির বিষয়ে জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মালিক শ্রমিকেরা যে ধর্মঘট করে, তারা তো আমাদের বলে-কয়ে করে না। কখন করে না করে সেটা তো আমি জানি না। এই ধরনের কোনো বিষয় যখন আমাদের নজরে আসে, তখন আমরা ব্যবস্থা নিই। এ সময় বিআরটিএ চেয়ারম্যান বলেন, আমরা যারা সড়ক ব্যবহারকারী সব পক্ষকে বলব আইন মেনে চলতে। আমরা যদি সবাই আইন মেনে চলি তাহলে কোন সমস্যাই হবে না।

এটাই আমাদের নিরাপদ সড়কের মূল বার্তা। আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি। তিনি বলেন, যারা সড়কে আইন মানছেন না তাদের জন্য বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন। সারা দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও অভিযান চালাচ্ছে। হাইওয়ে ও মেট্রোপলিটন পুলিশ তাঁরাও আইনগত ব্যবস্থা নিচ্ছেন। সুতরাং আইন কার্যকর হচ্ছে। তবে সবাই সচেতন হলে আরো বেশি কার্যকর হবে।

নিরাপদ সড়কের সুপারিশ বাস্তবায়নের প্রসঙ্গে তিনি বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থার যে চিত্র ছিল তা বদল হয়েছে। গত ২০ বছরের তুলনায় এখন অনেক পরিবর্তন হয়েছে। ১১১ দফা ও প্রধানমন্ত্রীর ছয় দফা সুপারিশ তার বেশিরভাগই বাস্তবায়ন করা হয়েছে। আর এসব সুপারিশ বাস্তবায়ন কাজ চলমান থাকবে, এগুলো বন্ধ হবে না। গণপরিবহন যতদিন থাকবে এইসব সুপারিশ ততদিনই চলতে থাকবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নূর মোহাম্মদ মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এ সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করেছে। ২০১৭ সাল থেকে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালন করা হচ্ছে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি। '

মন্তব্যসমূহ (০)


Lost Password