নওগাঁর মান্দায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২৩৮ জন সুফলভোগীদের মাঝে ২০ টি করে হাঁস বিতরণ করা হয়েছে।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার পরিষদের মিলনায়তন হলরুমে এসব হাঁস বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা আ.লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা ও গৌতম কুমার মহন্ত প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুজ্জামান, ভেটেনারী সার্জন ডাঃ বেনজির আহমেদসহ অফিসের সংশিষ্ট কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন