নওগাঁয় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
MostPlay

নওগাঁ জেলায় আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ৯টায় জেলা প্রশসাকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। ভোক্তা পর্যায়ে নওগাঁর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইব্রাহীম, সিভিল সার্জনের প্রতিনিধি ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুনির আলী আকন্দ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ’র সহকারী পরিচালক শামীম হোসেন, জেলা ওষুধ তত্বাবধায়ক রিফাত হোসেন, জেলা প্রেরসক্লাবের সভাপতি ও জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মোঃ কায়েস উদ্দিন, জেলা পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তফা কালিমী বাবু, হোটেল রেঁস্তোরা মালিক সমিতির সদস্য সাজেদুর রহমানসহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধি।

বক্তাগণ ওষুধ, চিকিৎসা সামগ্রী চিকিৎসকদের ফিস ভোক্তাদের সহনশীল পর্যায়ে রাখাসহ আসন্ন পবিত্র রমজান মাসে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে রাখার আহবান জানান। প্রয়োজনে বেশী বেশী মোবাইল কোর্ট পরিচালনার উপর গুরুত্ব দেয়া হয় আলোচনা সভায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password