বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নওগাঁ জেলা কমিটির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রফেসর গোলাম রেজা সারোয়ার এর সভাপতিতে সংগঠনের যুগ্ম সম্পাদক মো: হাসমত আলী সঞ্চালনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের সাধারণ সম্পাদক, মো:আব্দুল মান্নান ,সহ সভাপতি - লাল মোহাম্মদ ,সাংগঠনিক সম্পাদক - চাঁদ আক্তার মো; আব্দুল হান্নান,নওগাঁ সরকারি কলেজের প্রভাষক মো: মোস্তাফিজুর রহমান। তথ্য ও গবেষণা সম্পাদক প্রফেসর ড. মতিউর রহমান ,কোষাধ্যক্ষ - মো: আনিছার রহমান , বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি সুবল চন্দ্র ,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে নওগাঁ জেলা শাখার আইন বিষয়ক, সম্পাদক সাদেকুর রহমান বাঁধন প্রমুখ, বিস্তর আলোচনার মধ্য দিয়ে তথ্য ও গবেষণা সম্পাদক, প্রফেসর ডঃ মুহাম্মদ মতিউর রহমানের লেখা Eithical philosopher father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বক্তারা বলেন,মাত্র ৫৫ বছরের জীবনে বঙ্গবন্ধু এদেশের মাটি ও মানুষকে গভীর ভালবাসার বন্ধনে বেঁধেছিলেন। বঙ্গবন্ধুর বিরোধিতাকারীরাও বিশ্বাস করেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু জীবন দিয়ে আমাদের অমৃত দিয়ে গেছেন। তাঁর চেতনা ও আদর্শকে ধারণ করতে হবে। বঙ্গবন্ধু, বাংলাদেশ ও স্বাধীনতা এ তিনটি শব্দ ওতপ্রোতভাবে জড়িত।.জাতির পিতা বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের রূহের মাগফেরাত কামনা করেন।
বক্তারা আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি মানুষ হিসেবে ছিলেন সকল গুণের অধিকারী। তিনি কৃষিশিক্ষা, কৃষি গবেষণা ও সম্প্রসারণের গোড়া পত্তন করেন। আমরা কথা ও পোষাকে নয় কাজের মাধ্যমে বঙ্গবন্ধুকে ভালবেসে স্ব স্ব অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সক্ষম হবো। বঙ্গবন্ধু আপদমস্তক একজন বাঙালী ছিলেন, বাঙালী জাতির মুক্তির ত্রাতা হিসেবে তিনি বাংলার মাটিতে জন্মেছিলেন, বাংলাদেশের মানুষের উন্নয়ন ও মুক্তি ছাড়া তাঁর অন্য কোন ভাবনা ছিলোনা। , বঙ্গবন্ধু ছিলেন রাজনীতির কবি এবং অবিসংবাদিত জাতীয়তাবাদী নেতা। তাঁর মতো জাতীয়তাবাদী নেতা সমসাময়িক বিশ্বে ছিল বিরল। তিনি স্বাধীনতার স্বপ্ন দেখেছেন, বাঙালীকে স্বপ্ন দেখিয়েছেন এবং স্বাধীনতা উপহার দিয়েছেন।
আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদ, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন