সাপাহারে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

সাপাহারে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

নওগাঁর সাপাহারে হাজার বছরের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনেন কর্মসূচি হিসেবে সাপাহার মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৬ অগস্ট শুক্রবার বিকাল ৫ টায় উপজেলার সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়ার মাহফিলে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন , এতে প্রধান অতিথি হিমেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা, সাপাহার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হাবিবুর রহমান, রাজশাহীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার জালাল উদ্দিন, সাপাহার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার প্রমুখ।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের প্রেস ইমাম মাওলানা আব্দুল কাদের। এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা সন্তানরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password