পত্নীতলায় তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

পত্নীতলায় তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
MostPlay

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির  কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পত্নীতলা থানা বিএনপি ও নজিপুর পৌর বিএনপি।

বিক্ষোভ সমাবেশে বক্তারা মন্নাফির কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছে। গত রবিবার রাজধানীর  জাতীয় প্রেসক্লাবে এক সভায়  আবু আহমেদ মন্নাফী  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কুলাঙ্গার আখ্যা দেন। মন্নাফী বলেন, সে ( তারেক ) বিদেশে বসে বঙ্গবন্ধুর নাম ধরে কথা বলে, শেখ মুজিব বলার ধৃষ্টতা দেখায়। তাকে কোন দিন দেশে আসতে দেওয়া হবেনা। আর যদি আসে, আওয়ামী লীগের নেতা- কর্মীরা তার জিব কর্তন করবে। মন্নাফীর এই বক্তব্যের প্রতিবাদে  বুধবার ( ২০ জুলাই ) বিকেল ৫.৩০ মিনিটে পত্নীতলা থানা বিএনপি কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন পত্নীতলা থানা বিএনপি ও নজিপুর পৌর বিএনপি। 

বিক্ষোভ সমাবেশে পত্নীতলা থানা বিএনপির আহবায়ক ও নজিপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরী। এসময় বক্তারা বলেন, আমাদের প্রাণপ্রিয় জননেতা বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির  কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মন্নাফী যদি এই কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার না করেন এবং দেশবাসীর ও দেশনায়ক তারেক রহমানের কাছে ক্ষমা না চান, তাহলে রাজপথেই বিএনপি তার জবাব দেবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা, সাবেক কাউন্সিলর ওবাইদুল ইসলাম নান্টু, ঘোষনগর ইউনিয়ন বিএনপির আবু হোসাঈন, জেলা ছাত্রদলের সহ  প্রচার সম্পাদক ও থানা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মো: রাকিবুল হাসান, পৌর ছাত্রদলের সাব্বির, মুশফিকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী। সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নজিপুর বাসটেন্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনুরায় থানা বিএনপির দলীয় কার্যালয়ে এস শেষ হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password