আটক শ্রমিক নেতাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত এবং বন্ধ কারখানা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড কেন্দ্র। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এই দাবি জানানো হয়।
বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি ইদ্রীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। সমাবেশে নেতারা বলেন, গত ১৬ ডিসেম্বর কারখানা ছুটির পর কারখানার গেটে মালিকপক্ষের নির্দেশে আশিক ড্রেস ডিজাইন লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক সবুজ মিয়া এবং আশিক জিন্স অ্যাপারেলস লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু মিয়ার ওপর হামলা হয়। এরপর তাদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করা হয়।
একইভাবে নাইস অ্যাপারেলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল ইসলাম গত ১৬ জুলাই দুপুরের খাবার বিরতি শেষ করে কারখানায় প্রবেশের সময় কারখানার গেটে তার ওপর হামলা হয়েছে। এ সকল বিষয়ে শ্রমিকরা পুলিশ ও সরকারের বিভিন্ন দপ্তরে বারবার লিখিতভাবে জানালেও কোনো প্রতিকার পাইনি।
বক্তারা অবিলম্বে শ্রমিক নেতা কামরুল হাসান, সবুজ মিয়া ও বিল্লাল হোসেনকে মুক্তি এবং শ্রম আইনের ২০০৬-এর ১৩ (১) ধারা অবৈধ নোটিশ প্রত্যাহার করে আশিক জিন্স অ্যাপারেলস লিমিটেড, আশিক ড্রেস ডিজাইন লিমিটেড, নাইস অ্যাপারেলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্ধ কারখানা চালুর দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ শাহীন, জালাল হাওলাদার ও জয়নাল আবেদিন, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকান্দার হায়াৎ, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপক শীল, আশিক জিন্স অ্যাপারেলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি জাহানারা ইমাম, নাইস অ্যাপারেলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম পাঙ্খা, আশিক ড্রেস ডিজাইন লিমিটেডের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহসভাপতি ফাহিমা আক্তার প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন