বঙ্গোপসাগরে নতুন সৃষ্টি হওয়া সাইক্লোন 'জাওয়াদ'

বঙ্গোপসাগরে নতুন সৃষ্টি হওয়া সাইক্লোন 'জাওয়াদ'

বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি গভীর নিম্নচাপ এখন আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে যার নাম দেওয়া হয়েছে 'জাওয়াদ'- এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার দুপুর ১২টা নাগাদ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এগারশো' কিলোমিটার দূরে অবস্থান করছিলো সাইক্লোন জাওয়াদ।

এ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র বলছে, এটি আগামীকাল ভারতের অন্ধ্রপ্রদেশ-ওড়িশ্যা উপকূলে আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড়টি ওড়িশ্যা উপকূলে আঘাত করলে এর প্রভাবে বাংলাদেশের খুলনাসহ কিছু এলাকায় ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত হতে পারে। তবে এই মুহূর্তে আবহাওয়ার গতি-প্রকৃতি সম্পর্কে নিশ্চিত মন্তব্য করা কঠিন বলেছেন কর্তৃপক্ষ।

মন্তব্যসমূহ (০)


Lost Password