শিবপুরে জমি দখল করে দেয়াল নির্মাণ, অবরুদ্ধ হবে কয়েকটি পরিবার

শিবপুরে জমি দখল করে দেয়াল নির্মাণ, অবরুদ্ধ হবে কয়েকটি পরিবার

শিবপুর প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামের পূর্বপাড়ায় জোরপূর্বক জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। দেয়াল নির্মাণের পর অবরুদ্ধ হয়ে পড়বে কয়েকটি পরিবার। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন একই গ্রামের মৃত মোঃ ছাবেদ আলীর ছেলে ভুক্তভোগী মোঃ আবুল হোসেন।

লিখিত অভিযোগে বলা হয়, মৃত মোঃ করিম মৃধার ছেলে হিরন মৃধা, নবী হোসেনের স্ত্রী মোসাঃ হালিমা বেগম, নবী হোসেনের বড় ছেলে মোঃ নজরুল, ছোট ছেলে আমজাত খরিদকৃত জমিতে জোর পূর্বক বাউন্ডারী (দেয়াল) নির্মাণ করছে। এতে ভুক্তভোগী মোঃ আবুল হোসেন বাধা নিষেধ করলে তাকে অকথ্য ভাষায গালিগালাজ করে এবং একপর্যায়ে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মারধর করার চেষ্টা করে।

তখন ভয়ে দ্রুত ওই স্থান থেকে চলে যান তিনি। আরও জানা যায়, এব্যপারে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের নিকট মৌখিক ভাবে বললে তাদেরকে বিচার করতে ব্যর্থ হন। অভিযোগে বলা হয়, করিম মৃধার ছেলে মোঃ হিরণ মৃধা বিজিবিতে চাকুরী করে সে সুবাদে ক্ষমতার দাপট দেখায় এবং বিবাদীগণ ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে প্রাণনাশের হুমকী দমকি প্রদান করে।

এমতাবস্থায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী। অভিযুক্ত হিরন মৃধা বলেন, এব্যাপারে দুই এক দিনের মধ্যে মিমাংসা করা হবে। এদিকে ২ মাস পেরিয়ে গেলেও এর মিমাংসা করা হয়নি। এব্যাপারে অভিযুক্ত মোসাঃ হালিমা বেগম বলেন, আমরা রাস্তা দিবো না। আমাদের এখান দিয়ে রাস্তা দেয়ার প্রয়োজন নেই।

মন্তব্যসমূহ (০)


Lost Password