আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে শীত

আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে শীত
MostPlay

আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। কমতে শুরু করেছে তাপমাত্রা। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। তাপমাত্রার তুলনা করে দেখা যায়, গত ৫ ডিসেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, ১২ ডিসেম্বর এক ডিগ্রি কমে তা হয় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

একইভাবে ৫ ডিসেম্বর ঢাকায় ছিল ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, ১২ ডিসেম্বর তা ১ ডিগ্রি কমে হয়েছে ১৭ দশমিক ৪; রাজশাহীতে ছিল ১৫ দশমিক ২, আজ ২ ডিগ্রি কমে ১৩ দশমিক ৬; রংপুরে ছিল ১৫ দশমিক ৮, আজ ১ ডিগ্রি কমে ১৪ দশমিক ৫; ময়মনসিংহে ছিল ১৪, আজ তা বেড়ে ১৫; সিলেটে ১৭ ডিগ্রি ছিল, আজও তাই আছে; চট্টগ্রামে ছিল ১৯ দশমিক ৮, আজ তা ১ ডিগ্রি কমে ১৮ দশমিক ৩; খুলনায় ছিল ১৬, আজ ১ ডিগ্রি কমে ১৫ দশমিক ৫ এবং বরিশালে ছিল ১৪ দশমিক ৬, আজ ১ ডিগ্রি কমে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এ হিসেবে সব মিলিয়ে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমেছে। আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

কুয়াশার বিষয়ে বলা হয়, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, এই মাসে তাপমাত্রা কমতে শুরু করে। ক্রমান্বয়ে কমে আসতে থাকবে। চলতি মাসের শেষ দিকে একটি শৈত্যপ্রবাহ হতে পারে বলে তিনি জানান।

মন্তব্যসমূহ (০)


Lost Password