রাজধানীর ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন চার শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গ্রিনরোডে এই সংঘর্ষ হয়।
এ সময় সায়েন্স ল্যাবরেটরিসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রিনরোডে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে এবং ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার শুরু থেকে ধানমণ্ডি, কলাবাগান ও নিউমার্কেট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে দুপুর সোয়া ২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের অতিরিক্ত সদস্য। পরে দুপুর আড়াইটার পর পুলিশ ও উভয় প্রতিষ্ঠানের শিক্ষকদের হস্তক্ষেপে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। এরপর পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের তিন শিক্ষার্থী ও আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ্ বলেন, 'ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ছিল।
বিভিন্ন সময় এই দুই কলেজের শিক্ষার্থীদের মনোমালিন্য, ফেসবুক পোস্ট, কমেন্ট, শিক্ষকের কাছে কোচিংয়ে গিয়ে ঝামেলা, এসবের একটা আফটার ইফেক্ট হলো আজকের সংঘর্ষ।' তিনি আরো বলেন, 'আমরা যতটা জেনেছি গতকাল ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তখন ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে পেটায় আইডিয়ালের শিক্ষার্থীরা। পরে আজ ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢিল ছুড়ে। ঢিল ছোড়ার ঘটনা ঢাকা কলেজের ক্যাম্পাসে জানাজানি হলে উত্তেজিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। এরপর সংঘর্ষ শুরু হয়।'
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন