নওগাঁর মান্দায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

নওগাঁর মান্দায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
MostPlay

নওগাঁর মান্দা উপজেলায় বিষধর সাপের কামড়ে হাফসা খাতুন (০৬) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈলশিং গাইনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হাফসা খাতুন গাইনপাড়া গ্রামের আব্দুল হালিমের মেয়ে ও বৈলশিং চকবাবন দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, মাদ্রাসা ছুটির পর একটি কলাবাগানের ভেতর দিয়ে হাফসা খাতুন বাড়ি ফিরছিল। ওই বাগানেই বিষধর সাপ তাকে কামড় দেয়। কিন্তু শিশুটি তা বুঝে উঠতে পারেনি। বাড়ি ফিরে সে জ্ঞান হারিয়ে ফেলে। মৃতের বাবা আব্দুল হালিম বলেন, সকাল সাড়ে নয়টার দিকে মেয়ে হাফসা খাতুন মাদ্রাসা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে যায়। বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ি ফিরে জ্ঞান হারিয়ে ফেলে। এসময় বাম পায়ের আঙুল দিয়ে রক্ত ঝরছিল। সেখানে স‍্যাভলন দেওয়ার কিছু পর মেয়ে হাফসা নিস্তেজ হয়ে পড়ে।

মান্দা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রিংকি সেন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। সাপের কামড়ে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password