মেঘনায় ডুবন্ত জাহাজ থেকে ১৫ শ্রমিক উদ্ধার

মেঘনায় ডুবন্ত জাহাজ থেকে ১৫ শ্রমিক উদ্ধার

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ মাধ্যমে মেঘনা নদীতে ডুবন্ত অবস্থায় একটি একটি লাইটার জাহাজ থেকে ১৫ শ্রমিককে উদ্ধার করেছে নৌ পুলিশ। রোববার (১৬ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে জাহাজের শ্রমিক আসাদুজ্জামান ৯৯৯ নম্বরে কল করেন এবং তাদেরকে উদ্ধারের অনুরোধ জানান।

খবর পেয়ে বরিশালের কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি পুলিশের একটি উদ্ধারকারী এসআই ওমর ফারুকের নেতৃত্বে ঘটনাস্থল থেকে ১৫ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করে তীরে নিয়ে আসে। ইতিমধ্যে লাইটার জাহাজটি ডুবে গেছে। ঢাকা থেকে প্রায় ৯০০ টন সিমেন্ট নিয়ে মোংলা যাচ্ছিল লাইটার জাহাজ এমভি প্রিমিয়ার-৫।

পথে বরিশালের মেহেন্দীগঞ্জ থানাধীন মেঘনা নদীর উলানিয়া লঞ্চঘাটের কাছে এক পাশে কাত হয়ে পানি ঢুকে জাহাজটি ডুবতে শুরু করে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার বলেন, জাহাজের শ্রমিক আসাদুজ্জামানের কলটি রিসিভ করেছিলেন কনস্টেবল আশরাফুল ইসলাম। তিনি তাৎক্ষণিক নৌ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও বরিশালের কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password