নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা লতিফুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের মধ্যে দিয়ে দাফনকার্য সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আনারপুর নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার পরে ১১ টায় জানাযা নামাজ হয়। পরে পারিবারিক কবর স্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুনের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাযা নামাযের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ্ব ওমর আলী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রায়হান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব আব্দুল জব্বার, গোয়ালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান, সাবেক চেয়ারম্যান সাজেদুল আলম প্রমুখ।
বুধবার দুপুর পণে ১২ টার দিকে বয়স জনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন