নুর-রাশেদের বিরুদ্ধে ভবন মালিকের মামলা

নুর-রাশেদের বিরুদ্ধে ভবন মালিকের মামলা

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট ও তালা ভাঙার অভিযোগে দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে মামলা হয়েছে। রাজধানীর পল্টনে অবস্থিত প্রিতম-জামান টাওয়ারের মালিক মশিউর জামান বৃহস্পতিবার রাতে বাদী হয়ে মামলাটি করেন।

শুক্রবার রাতে পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া যুগান্তরকে বলেন, ভবন মালিক বাদী হয়ে মামলাটি করেন। মামলায় এজাহারনামীয় আসামি ১৭ জন। এর মধ্যে নুর ও রাশেদের নামও রয়েছে। আর অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৭৫ থেকে ৮০ জনকে। তবে পুলিশের পক্ষ থেকে কোনো মামলা হয়নি।

মামলায় অভিযোগ করা হয়, নুর জনতাবদ্ধ হয়ে অবৈধভাবে প্রবেশ করে গেট ভাঙেন। মালিক মশিউর রহমানকে হুমকি দেন। এর আগে বৃহস্পতিবার সকালে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেয় ভবনের মালিকপক্ষ। বিকালে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে নুরসহ আহত হন ৩০ নেতাকর্মী।

মন্তব্যসমূহ (০)


Lost Password