নওগাঁর পত্নীতলায় পুনরায় ভোট গ্রহণ উপলক্ষে ব্রিফিং

নওগাঁর পত্নীতলায় পুনরায় ভোট গ্রহণ উপলক্ষে ব্রিফিং

আগামীকাল সোমবার (৭ ফ্রেব্রুয়ারী) পত্নীতলা উপজেলার ৪ ইউপির ৫ টি কেন্দ্রের পুনঃভোট গ্রহণ হবে, নিরাপত্তা বিষয়ে এসপির বিফ্রিং অনুষ্ঠিত।

রবিবার পত্নীতলা থানা চত্বরে এ বিফ্রিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম। এ সময় তিনি নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণকারী পুলিশ অফিসার, ফোর্স এবং আনসার সদস্যদের মাঝে ব্রিফিং প্রদান করেন।

গত ৫ জানুয়ারি সারাদেশের ন‍্যায় পত্নীতলা উপজেলার মোট ১১ ইউনিয়নে ৫ ম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশৃঙ্খলা ও নির্বাচনী সহিংসতার কারণে এর মধ‍্যে ৪ ইউপির মোট ৫ টি ভোটকেন্দ্রের ফলাফল তখন স্থগিত রাখে উপজেলা নির্বাচন কমিশন, পত্নীতলা। যার ফলে সেসকল ইউপিতে পুনঃভোট গ্রহন হবে কাল । উপজেলার পত্নীতলা ইউপিতে ১টি , ঘোষনগরে ২টি, কৃষ্ণপুরে ১ এবং আকবরপুর ইউপিতে ১ এই নিয়ে মোট ৪ টি ইউপির মোট ৫ ভোটকেন্দ্রের ভোট গ্রহন হবে কাল। যার মধ‍্যে পত্নীতলায় ১টি ভোটকেন্দ্রে ভোটার সংখ‍্যা হলো ১৮১৯, আকবরপুর ইউপিতে ১টি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ২২৩৭, ঘোষনগরে ২টি কেন্দ্রে মোট ভোটার ৪৪৬৫ এবং কৃষ্ণপুর ইউপিতে ১টি ভোটকেন্দ্রে মোট ১৬৩৪ জন ভোটার পুনঃভোট অংশ নেবেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ( ওসি) শামসুল আলম শাহ্ বলেন তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে প্রতি কেন্দ্রে কেন্দ্রে পর্যাপ্তপরিমাণে পুলিশ, আনসার সদস্য মোতায়েন থাকবে,এছাড়া প্রতি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুই কেন্দ্র মিলে একজন এ্যাডিশনাল এসপি, স্ট্রাইকিং ফোর্স , মোবাইল টিম থাকবে, আশা করছি শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহন হবে।

এ বিষয়ে পত্নীতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান বলেন, শান্তি পূর্ণ ভোট গ্রহনে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন। পর্যাপ্ত পরিমাণ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন। আশা করি শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণসহ পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password