মানিকগঞ্জের সিংগাইরে সেতুর নির্মাণ কাজ শেষ হলেও সাইডের ডাইভারশন (বাঁধ) অপসারণ না করায় ভোগান্তিতে পড়েছে এলাকার দুই সহস্রাধিক কৃষক। বর্ষা মৌসুমে কয়েক হাজার বিঘা জমি পানিতে তলিয়ে যাওয়ার জলাবদ্ধতার আশঙ্কা করছেন। স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতা সেতুর মুখের মাটি অপসরণ করতে বাধা প্রয়োগ করছে।এ নিয়ে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসারের কাছে ওই এলাকার কৃষকদের গণস্বাক্ষর নিয়ে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সিংগাইর-সাহরাইল-পারাগ্রাম সড়কের পৌর এলাকার আজিমপুর মহল্লার পাকড়তলায় পানি নিষ্কাশনের জন্য সরকারি ভাবে ১০.০৫ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করার সময় জনসাধারণের যাতায়াতের সুবিধার জন্য সড়কের পূর্বপাশ দিয়ে ডাইভারশন নির্মাণ করা হয়। সেতু টি নির্মাণ কাজ সম্পন্ন হয় গত ৭-৮ মাস আগে।
সেতুর কাজ শেষ হলেও ডাইভারশন টি অপসারণ না করায় সিংগাইর ও গোবিন্ধল মৌজার পূর্ব ও পশ্চিম পাশের হাজার হাজার একর জমিতে বর্ষা মৌসুমে ও বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হওয়ার সম্ভবনা রয়েছে । তাই দ্রুত ডাইভারশন টি অপসারণের জন্য প্রশাসনের সৃষ্টি আকর্ষণ করছেন জনসাধারণ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন