লা লিগায় জয়ে ফিরলো বার্সেলোনা

লা লিগায় জয়ে ফিরলো বার্সেলোনা
MostPlay

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় নিজেদের শেষ দুই ম্যাচে জয়ের দেখা পায়নি বার্সেলোনা। মেসির চলে যাওয়ার পর ছন্দে খুঁজে না পাওয়া, কোচ কোম্যানের দুই ম্যাচের নিষেধাজ্ঞা সবমিলিয়ে বেশ চাপ নিয়েই লেভেন্তের বিপক্ষে জেতার লক্ষ্যেই মাঠে নামে বিশ্বের অন্যতম সেরা ক্লাবটি। সেই চাপ সামলে রবিবার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে লেভান্তেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল স্প্যানিশ জায়ান্টরা।

ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে এগিয়ে চলা বার্সেলোনার ম্যাচের শুরুটা হয় দুর্দান্ত। শুরুর ১৪ মিনিটেই দুবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। পঞ্চম মিনিটে স্পট কিক থেকে সফল গোলটি করেন মেম্পিস ডিপাই। বার্সেলোনা প্রতিপক্ষের ডি-বক্সে আক্রমণ ধরে রেখে প্রথমার্ধের ১৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। এ সময় দলীয় ডিফেন্ডার সার্জিনহো ডেস্টের দেওয়া পাশে লেভেন্তের জালে বল পাঠান ডি ইয়ং। এরপর প্রথমার্ধে আর কেনো গোল না হলে ২-০ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের খেলায় আরো গতি বাড়ায় কোমানের শিষ্যরা। অন্যদিকে বার্সার আক্রমণ ঠেকাতেই ব্যস্ত থাকে লেভেন্তে। তবে একের পর এক আক্রমণের পরও তৃতীয় গোলের দেখা পাচ্ছিল না বার্সা। এভাবে কেটে যায় ম্যাচের নির্ধারিত ৮০ মিনিট। ৮১তম মিনিটে স্বাগতিক সমর্থকদের দীর্ঘ অপেক্ষার শেষ হয়। চোট কাটিয়ে ফেরা ফাতিকে বদলি নামান কোচ। গত বছরের নভেম্বরের পর এই প্রথম মাঠে নামলেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড। মাঠে নামার একটু পরই ক্ষিপ্র গতিতে ডি-বক্সে ঢুকে ফাতি প্রতিপক্ষের চ্যালেঞ্জে পড়ে গেলে পেনাল্টির জোরালো আবেদন ওঠে। রেফারির সাড়া যদিও মেলেনি। অবশেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে মিলে যায় কাঙ্ক্ষিত গোল। ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফাতি।

লিওনেল মেসি পিএসজিতে যাওয়ার পর এ প্রথম ১০ নম্বর জার্সি পড়ে বার্সার হয়ে কেউ খেলতে নামলেন এবং গোলের দেখাও পেয়ে গেলেন প্রথম ম্যাচেই। ৬ ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বার্সেলোনা। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ

মন্তব্যসমূহ (০)


Lost Password