সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশীর পরিচয় মিলেছে

সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশীর পরিচয় মিলেছে
MostPlay

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৪ ওমরাহ যাত্রী নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ মার্চ) সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আসির প্রদেশ এবং আভা শহরের সঙ্গে সংযোগকারী সড়কে বাসটির ব্রেক ফেল হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন।

সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২৪ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি বলে জানিয়েছেন সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস। ৮ জন বাংলাদেশি নিহতরা হলেন:-(১) শহিদুল ইসলাম পিতাঃ মোঃ শরিয়ত উল্লাহ, সেনবাগ, নোয়াখালী। (২) মামুন মিয়া পিতাঃ আব্দুল আওয়াল, মুরাদনগর, কুমিল্লা। (৩) মোহাম্মদ হেলাল, নোয়াখালী।( ৪) সবুজ হোসাইন, লক্ষ্মীপুর। (৫) রাসেল মোল্লা, মুরাদনগর কুমিল্লা। (৬) মোঃ আসিফ, মহেশখালী কক্সবাজার। (৭) মোঃ ইমাম হোসাইন রনি পিতাঃ আব্দুল লতিফ, টঙ্গী, গাজীপুর। (৮) রুক মিয়া পিতাঃ কালু মিয়া, চাঁদপুর।

রেড ক্রিসেন্ট দলসহ জরুরি পরিষেবা সংস্থাগুলো দ্রুত সেখানে পৌঁছে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়েছেন। তাদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকও রয়েছে। তবে তারা কোন দেশের এবং পরিচয় কী তা তাৎক্ষণিক প্রকাশ করা হয়নি। দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের ঘটনাটি পবিত্র শহর মক্কা-মদিনায় হজ ও ওমরাহ যাত্রীদের যাতায়াতে সমস্যা হচ্ছে। এর আগে, ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে একটি বাস দুর্ঘটনায় ৩৫ জন বিদেশি নিহত এবং চারজন আহত হয়েছিল।

সূত্র : খালিজ টাইমস ও গালফ নিউজ

মন্তব্যসমূহ (০)


Lost Password