দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শেষে আজ বিকেলে দেশে পৌঁছাল বাংলাদেশ ফুটবল দল। ফ্লাইট বিলম্বের জন্য দেড় ঘণ্টা দেরিতে ঢাকা পৌঁছান জামালরা। পৌনে দুইটায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল মালদ্বিয়ান এয়ারলাইনসের বিমানের। বিলম্বের জন্য বিকেল সাড়ে তিনটার দিকে পৌছায় সেটি।
জাতীয় দলের ক্যাম্প ও সাফ মিশন শেষ হলে সিনিয়র ফুটবলাররা কয়েকদিন বিশ্রাম পেলেও অনূর্ধ্ব-২৩ দলে থাকা নয় ফুটবলার আগামী পরশু দিন থেকে আবার ক্যাম্প শুরু করতে হবে। এই মাসের শেষ সপ্তাহে এএফসি অনুর্ধ্ব ২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই। আসন্ন মৌসুমের দলবদলের আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। অনেক ক্লাব এখনো প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করেনি। এতে অনেক ফুটবলার বিশ্রাম পাবেন কয়েকদিন। মালদ্বীপ সাফ খেলার লক্ষ্যে ২৮। সেপ্টেম্বর দেশ ছেড়েছিলেন জামালরা। চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে চতুর্থ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন