বাংলাদেশকে নাকি ভারত সৃষ্টি করেছে (ভিডিও)

বাংলাদেশকে নাকি ভারত সৃষ্টি করেছে (ভিডিও)

বাংলাদেশ নাকি ভারত সৃষ্টি করেছে এমনি মন্তব্যে করলেন ভারতের শুভেন্দু অধিকারী। ক্রিকেট বিশ্বকাপ নিয়ে মুখ খুলতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, “যে বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি, তারা আনন্দে পটকা ফাটিয়েছে। সেটা অস্ট্রেলিয়া জেতার জন্য নয়, ভারত হারার জন্য।

এই কাজ যারা করছে সোশ্যাল মিডিয়ায় তাদের চিহ্নিত করে বের করা উচিত। এটা অতন্ত্য আপত্তিকর ও ঘৃণিত কাজ।” শুধু তাই নয় এই রাজ্যের কয়েকজন নেতা নেত্রীর নাম না করে বলেন, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কেন ফাইনাল করা হল ? অনেকেই আবার নাকি এই নিয়ে প্রশ্নও তুলেছিলেন । আমার সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী, আমি এদের প্রত্যেককে সামনে আনবো বলে হুঁশিয়ারি দেন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password