৬টি পরিবর্তন করে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-২০ স্কোয়াড ঘোষণা

৬টি পরিবর্তন করে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-২০ স্কোয়াড ঘোষণা
MostPlay

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত হয়েছে ১৬ সদস্যের বাংলাদেশ দল। অধিনায়ক থাকছেন মাহমুদউল্লাহ, বাদ পড়ছেন লিটন ও সৌম্য। স্কোয়াডে নেই মুশফিকুর রহিমও। প্রথমবার ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী, ফিরেছেন শান্ত ও বিপ্লব। এদিকে চোটের কারণে এই সিরিজে নেই সাকিব। আগামী ১৯ নভেম্বর হবে প্রথম টি-টোয়েন্টি। বাকি দুটি ম্যাচ ২০ ও ২২ নভেম্বর। সবগুলো ম্যাচই হবে মিরপুরে।

বিশ্বকাপে তুমুল ব্যর্থতার পর দলের মধ্যে একাধিক পরিবর্তন আসবে, এটা ছিল জানা কথা। বিশেষ করে তরুণদের প্রাধান্য দিয়ে টি-টোয়েন্টি স্কোয়াড গঠন করা হবে, তা ছিল অনুমেয়। হয়েছেও তাই। তবে বিশ্বকাপের পর থেকেই আলোচনায় থাকা অনূর্ধ ১৯ দলের পারভেজ হোসেন ইমন ও তৌহিদ হৃদয়ের জায়গা হয়নি ১৬ জনের স্কোয়াডে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, শহীদুল ইসলাম ও আকবর আলী।

মন্তব্যসমূহ (০)


Lost Password