অবরোধের সমর্থনে গাজীপুরে মশাল মিছিল করেছে বিএনপি। সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মিছিল হয়। এতে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন ও বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।
এসময় এক দফা দাবি জানান বিএনপি নেতাকর্মীরা। সরকার বিরোধী নানা স্লোগানও দেয় তারা। বলেন, অবরোধ সফল করতে রাজপথে থাকবেন নেতাকর্মীরা। পরে মিছিলটি নাওজোর থেকে চন্দনা চৌরাস্তা এলাকায় যাওয়ার চেষ্টা করলে, পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে পড়ে।
আগামীকাল রবি এবং সোমবার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। অবরোধের সমর্থনে নারায়ণগঞ্জে শহরের বঙ্গবন্ধু সড়কের কালির বাজার এলাকায় মশাল মিছিল করেছে মহানগর বিএনপি।
শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কালিরবাজার গ্রিন্ডলেজ ব্যাংক মোড় এলাকায় মশাল মিছিলটি হয়। এতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, এমন কোনো মশাল মিছিলের তথ্য জানা নেই।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন