বিএনপির প্রতিবাদ দ্রব্যমূল্য বৃদ্ধিতে

বিএনপির প্রতিবাদ দ্রব্যমূল্য বৃদ্ধিতে
MostPlay

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে সরকারের পদত্যাগ দাবি করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। দলটি বলেছে, ‘সরকারের প্রশ্রয়ে বিভিন্ন সিন্ডিকেটের কারসাজি, সড়ক-মহাসড়ককে পুলিশ ও সরকারি দলের চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ’ আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমাবর স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভায় বলা হয়, জ্বালানি তেল, গ্যাসের দাম বাড়ায় পরিবহন ব্যয়ও বাড়ছে। এর কারণেও দ্রব্যমূল্য বাড়ছে। এতে জনগণের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। ক্ষমতাসীন ব্যবসায়ীদের লোভ ও দুর্নীতির কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং গ্যাস, জ্বালানি তেল ও পানির মূল্য বাড়ায় নিচু আয়ের মানুষের জীবন দুবির্ষহ হয়ে পড়েছে।

সভায় সম্প্রতি বরেন্দ্র অঞ্চলে সেচের পানি না পাওয়ায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিম ঘুট গ্রামের দুই সাঁওতাল সম্প্রদায়ের দুই কৃষকের ‘আত্মহত্যায়’ গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। দুর্নীতি ও দলীয়করণের কারণে সরকার কৃষকদের কৃষি উপকরণ সরবরাহে ব্যর্থ হচ্ছে। এ সব ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয়। সভায় দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর গুমের ১০ বছরের দিনে ঢাকা ও জেলা শহরে আলোচনা সভা অনুষ্ঠান করার সিদ্ধান্ত হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password