বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি

বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে  বিএনপি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করছে দলের নেতা-কর্মীরা। কেন্দ্রীয়ভাবে রাজধানীর নয়াপল্টনে সকাল থেকে হাজির হতে শুরু করে দলটির বিভিন্ন অঙ্গ- সংঠনের নেতা কর্মীরা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার বিভাগীয় শহরগুলোতে সমাবেশের ডাক দেয় বিএনপি।

এরই জের ধরে নয়াপল্টনে দুপুর ১টায় সমাবেশ শুরু হয়। নেতা-কর্মীরা সেই ১১টা থেকেই জড়ো হতে শুরু করে। সমাবেশের সভাপতিত্বে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। প্রধান অতিথি হিসেবে থাকছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ ঘিরে কোনরকম অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে পল্টন ও আশপাশে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

যেকোন বিশৃঙ্খল এড়াতে এই প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান মতিঝিল বিভাগের উপ কমিশনার আ. আহাদ। তিনি বলেন, ‘সড়কের ওপর সমাবেশ হওয়ায় সকাল থেকেই বিএনপি কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ। বিপরীত পাশের সড়কে অল্প কিছু যান চলাচল করছে। আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন আছে।’ এদিকে ঢাকার পাশাপাশি বিভাগগুলোতেও নেতাকর্মীরা সমাবেশ করছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password