শারদাঞ্জলি ফোরাম ফেনী'র উদ্যোগে গীতা প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট প্রদান

শারদাঞ্জলি ফোরাম ফেনী'র উদ্যোগে গীতা প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট প্রদান
MostPlay

শুক্রবার(২০ জুলাই) ২০২৩ ইং বিকেলে ফেনী শহরে অবস্থিত শ্রী শ্রী গুরুচক্র মন্দিরে সম্প্রতি ফেনী জেলা পূজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত গীতা পাঠ প্রতিযোগিতায় বিজয়ী ফেনী জেলা শারদাঞ্জলি ফোরাম পরিচালিত বিভিন্ন গীতা নিকেতনের ৯ জন গীতা শিক্ষার্থীকে সন্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুল চন্দ্র পাল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারদাঞ্জলি ফোরামের শুভাকাঙ্ক্ষী বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক, সাংগঠনিক এবং ধর্মীয় ব্যক্তিত্ব শ্রী শম্ভু বৈষ্ণব, শারদাঞ্জলি ফোরাম ফেনী জেলা কমিটির সভাপতি শ্রী শুভরাজ বনিক, সদর উপজেলা কমিটির সভাপতি শ্রী টুটুল চন্দ্র দাস, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী শান্তনু দেবনাথ, জেলা কমিটির প্রাক্তন সহ-সভাপতি শ্রী অমল কান্তি পাল, ফুলগাজী উপজেলা কমিটির সভাপতি শ্রী সঞ্জীব চক্রবর্তী, গীতা শিক্ষক শ্রী সুমন চন্দ্র পাল, সারথি বিভিষণ দেবনাথ সহ জেলার অন্যান্য সারথিবৃন্দ, বিপুল সংখ্যক গীতা শিক্ষার্থী এবং মাতৃমণ্ডলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী গীতা শিক্ষার্থীদের মনোমুগ্ধকর গীতার শ্লোক আবৃত্তি উপস্থিত সকল ভক্তবৃন্দের মন ভরে যায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত গীতা শিক্ষার্থীদের সমবেত গীতার শ্লোক আবৃত্তি এবং সংগীত শিক্ষক শ্রী নয়নমনি দাসের পরিচালনায় সমবেত ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়।

এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য শারদাঞ্জলি ফোরাম ফেনী জেলাত সকল সারথিকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন শারদাঞ্জলি ফোরামে সভাপতি বাবুল চন্দ্র পাল।

মন্তব্যসমূহ (০)


Lost Password