সিলেটে মেয়রের বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর

সিলেটে মেয়রের বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর
MostPlay

সিলেট নগরের ছড়ারপাড় ও মাছিমপুর এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় হামলা চালানো হয়েছে সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের বাসভবনে। ভাঙচুর করা হয়েছে কামরানপুত্র আরমান আহমদ শিপুলর গাড়িও। সংঘর্ষে দুই এলাকারই একাধিক বাসায় হামলার ঘটনা ঘটেছে।

আজ বুধবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে দুই এলাকার মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি দ্রুত সময়ের মধ্যে বিষয়টি মীমাংসায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। জানা গেছে, মোটরসাইকেল চালানো নিয়ে ছড়ারপার ও মাছিমপুরের দুই যুবকের মধ্যে গতকাল মঙ্গলবার কথা কাটাকাটি হয়। পরে বিষয়টির সঙ্গে আরো কয়েকজন জড়িয়ে পড়েন। পরে স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা করে দেওয়া হয়। কিন্তু এর জের ধরে আজ রাতে মাছিমপুরের একদল এসে ছড়ারপারে হামলা চালান।

এসময় তারা সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের বাসভবনসহ ছড়ারপাড়ের কয়েকটি বাসায় হামলা চালান। এসময় সাবেক মেয়র কামরানের বাসভবন রাখা তাঁর ছেলে আরমান আহমেদ শিপলুর গাড়িও ভাঙচুর করা হয়।

তবে অন্য একটি সূত্রে জানা গেছে, রাস্তার জায়গা নিয়ে গত কয়েকদিন ধরে এই দুই পাড়ার লোকজনের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এ নিয়ে গতকাল সিসিকের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম ও ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদের উপস্থিতিতে বৈঠক হয়। কিন্তু বৈঠকে কোনো সমাধান আসেনি। এর জেরেই দুই পাড়ার লোকজন সংঘর্ষে জড়ান। সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের বাসায় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই এনাম আহমদ।

তিনি বলেন, ‘আজ রাত ৮টার দিকে আমাদের বাসায় হামলা চালানো হয়। ভবনের কোনো দরজা-জানালার গ্লাস আর আস্ত নেই। তারা আমার ভাতিজা শিপলুর গাড়িও ভাঙচুর করেছে। ’ এ ঘটনায় বাসার কেউ আহত হয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বাসার কেউ আহত হননি। তবে পাড়ার অনেকে আহত হয়েছেন। ’ মেয়র আরিফুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন জানিয়ে তিনি বলেন, ‘মেয়র আরিফ এসেছিলেন।

তিনি আশ্বাস দিয়েছেন দ্রুত দুইপক্ষকে নিয়ে সমস্যার সমাধান করবেন। তবে কতটা কি করতে পারবেন বুঝতে পারছি না। ’ সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াছিন রাত সাড়ে ১১টার দিকে জানান, ‘পরিস্থিতি এখন শান্ত আছে। আমরা দুই এলাকার মাঝখানে অবস্থান করছি। দুই পাশেই প্রচুর পরিমাণে উৎসুক জনতার ভিড় রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password