বেইজিংয়ে ইসরায়েল দূতাবাসের কর্মীর ওপর হামলা

বেইজিংয়ে ইসরায়েল দূতাবাসের কর্মীর ওপর হামলা

বেইজিংয়ে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের এক কর্মীর ওপর শুক্রবার হামলা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ (শুক্রবার) বেইজিংয়ে ইসরায়েলি দূতাবাসের একজন ইসরায়েলি কর্মীকে আক্রমণ করা হয়েছে।’

তবে চীনের রাজধানীতে দূতাবাসের কম্পাউন্ডে হামলাটি ঘটেনি বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, হামলায় আহত কর্মীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে। হামলার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, হামাস ইসরায়েলি ও ইহুদিদের ওপর আক্রমণ করতে শুক্রবার বিশ্বব্যাপী তাদের সমর্থকদের ‘ক্রোধ দিবস’ পালন করার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘বিভিন্ন দেশে প্রতিবাদের ঘটনা ঘটবে, যা হিংসাত্মক হতে পারে বলে ধরে নেওয়া যুক্তিসঙ্গত। অন্যদিকে একজন এএফপির সাংবাদিক জানিয়েছেন, উত্তর-পূর্ব বেইজিংয়ের কূটনৈতিক পাড়ায় অবস্থিত ইসরায়েলি দূতাবাস শুক্রবার বিকেলে স্বাভাবিকভাবে কাজ করছে বলে দেখে মনে হয়েছে।

নিরাপত্তাকর্মীরা তাকে ওই স্থানের ছবি না তুলতে বলেছেন। সেখানে বাইরে থেকে কোনো অতিরিক্ত পুলিশ মোতায়েন করতেও দেখা যায়নি। প্রসঙ্গত শনিবার থেকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলায় ইসরায়েলে এক হাজার ৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছে, যার অধিকাংশই বেসামরিক নাগরিক।

পাশাপাশি প্রায় ১৫০ জনকে জিম্মি করা হয়েছে। অন্যদিকে ইসরায়েল ছয় দিন ধরে গাজা উপত্যকায় হামাসের লক্ষ্যবস্তুতে বিমান ও কামান হামলা চালিয়ে প্রতিশোধ নিচ্ছে। এতে এক হাজার ৪০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে বেইজিংয়ে এ হামলার ঘটনা ঘটল।

সূত্র : এএফপি

মন্তব্যসমূহ (০)


Lost Password