ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ: রিমান্ড শেষে ৫ শিক্ষার্থী কারাগারে

ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ: রিমান্ড শেষে ৫ শিক্ষার্থী কারাগারে
MostPlay

ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষে নাহিদ মিয়া নিহতের মামলায় ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীকে ২ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১ মে) দু’দিনের রিমান্ড শেষে গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. তরিকুল আলম জুয়েল তাদের ফরোয়ার্ডিং রিপোর্টসহ আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই পাঁচ শিক্ষার্থীকে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

পরে আবেদনের প্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান।

আসামীরা হলেন- আব্দুল কাইয়ুম (২৪), পলাশ মিয়া (২৪), মাহমুদ ইরফান (২৪), ফয়সাল ইসলাম (২৪) ও জুনায়েদ বুগদাদি (১৯)। এদের মধ্যে ফয়সাল হত্যার সঙ্গে জড়িত নয়, তার আইনজীবী এমন আবেদন করলে, ম্যাজিস্ট্রেট ফয়সালের জামিন আবেদন খারিজ করে দেন। এছাড়া অন্য ৪ জনের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি।

এর আগে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিচারক হাকিম শান্ত আক্তার শুনানি শেষে ওই পাঁচ শিক্ষার্থীদের দু’দিনের রিমান্ডের আদেশ দেন। ফরওয়ার্ডিং রিপোর্টে মামলার তদন্ত কর্মকর্তা বলেছেন, ৫ অভিযুক্তকেই হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই করা হচ্ছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে বন্দি রাখাতে আদালতের কাছে আবেদন করেন তিনি।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল রাত ১২টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা সংঘর্ষ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও পরদিন সকাল ১০টার পর সন্ধ্যা পর্যন্ত ফের দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নাহিদ হাসান ও মুরসালিন মারা যান। পরে ২০ এপ্রিল নিউমার্কেট থানায় নিহত নাহিদের বাবা একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করেন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password