ফের ৮ দিনের রিমান্ড আবেদন জামায়াতের আমির শফিকুরের

ফের ৮ দিনের রিমান্ড আবেদন জামায়াতের আমির শফিকুরের

রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের দ্বিতীয় দফায় আট দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আজ বুধবার বিকেল ৩টায় ঢাকা মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজা নুরের আদালতে এ রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। এদিন মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে আট দিনের রিমান্ডে নিতে আবেদন করেন কাউন্টার টেররিজমের পরিদর্শক আবুল বাশার।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হবে। এর আগে গত ১৩ ডিসেম্বর তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষে অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারও আগে গত ১২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় রাজধানীর উত্তরা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে।

মন্তব্যসমূহ (০)


Lost Password