২৫ জুন পদ্মা সেতু উদ্ভোধন হলেও উন্মুক্ত করা হবে না জনসাধারণের জন্য

২৫ জুন পদ্মা সেতু উদ্ভোধন হলেও উন্মুক্ত করা হবে না জনসাধারণের জন্য
MostPlay

পদ্মা সেতু নিয়ে পদ্মা নদীর দুই পারের মানুষের আনন্দের শেষ নাই। এখন শুধু তারা অপেক্ষার প্রহর গুনছে। কখন হবে এই সেতু উদ্ভোধন? এর মধ্যে আসলো অন্য খবর। জানা যায় আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ওই দিনই পদ্মা সেতু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে না বলে জানিয়েছেন সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন।

বুধবার (৮ জুন) বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেতু বিভাগ আয়োজিত পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

মঞ্জুর হোসেন বলেন, আগামী ২৫ তারিখ পদ্মা সেতু পার হওয়ার জন্য অনেকের মধ্যে আগ্রহ আছে। ওই দিন প্রধানমন্ত্রী উদ্বোধন শেষে চলে আসার পর যেকোনো সময় প্রজ্ঞাপন দিয়ে বা গণবিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে কখন পদ্মা সেতু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। সেটা হতে পারে পরদিন ভোর ৬টা বা ওই দিনই কোনো সময় থেকে।

মন্তব্যসমূহ (০)


Lost Password