নওগাঁর মান্দা উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শ্রমিকদের মারধর করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২১ জুলাই) ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে মান্দা থানায় এ ব্যাপারে অভিযোগ করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাবাইহাট বাসস্ট্যান্ড এলাকায় টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালিসফা গ্রামের বাসিন্দা বিদ্যুৎ পাহান (২৩), ফুলঝাড়ি পাহান (৪৫), সঞ্জয় পাহান (৩০), ময়নুল ইসলাম (৪১), আয়নুল হক (৩৫), নয়ন পাহান (২৭), আরতি রানী (৪২), রূপালি পাহান (৩৮), দুলালী পাহান (৪৪), সুমিতা পাহান (১৪), ফুলন পাহান (১৪) ও লক্ষ্মী রানী পাহান (৪৫)। এদের মধ্যে বিদ্যুৎ পাহান, ফুলঝাড়ি পাহান ও সঞ্জয় পাহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
চিকিৎসাধীন সঞ্জয় পাহান বলেন, ‘আমরা ৪০ জন আদিবাসী ও পাঁচজন মুসলিম শ্রমিক চারটি ব্যাটারি চালিত অটোরিকশায় রাজশাহীর মোহনপুর উপজেলায় আমন ধান রোপণের কাজ করতে যাই। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যালগ্নে সাবাই বাসস্ট্যান্ড মসজিদের সামনে একটি ভটভটি আমাদের বহনকারী অটোরিকশার গতিরোধ করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ভটভটিতে থাকা লোকজন সংঘবদ্ধ হয়ে আমাদের মারধর করে।’ শ্রমিক ফুলঝাড়ি পাহান বলেন, ‘হামলাকারীরা আমাদের দলের সরদার লক্ষ্মী রানী পাহানকেও মারধর করে। এসময় তার কাছে থাকা মজুরির ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। আমাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু পুলিশ পৌঁছার আগেই হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন