করোনার নতুন ভেরিয়েন্টের জন্য বাংলাদেশের সব বন্দরে সতর্কতা

করোনার নতুন ভেরিয়েন্টের জন্য বাংলাদেশের সব বন্দরে সতর্কতা
MostPlay

করোনা বৃদ্ধি পাচ্ছে, চীনে বেশি বৃদ্ধি পাচ্ছে। নতুন ধরনের, প্রতিনিয়ত নতুন রূপ ধারণ করছে করোনা। চীনে করোনার নতুন ভেরিয়েন্টের জন্য বাংলাদেশের সব বন্দরে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। চীন থেকে যারা আসবে তাদেরকে পরীক্ষা করা হবে। সন্দেহজনক হলে পরীক্ষা করে আইসোলেশনে নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড নতুন ভবন উদ্বোধন এবং এর কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীদের পূর্ণমিলনী অনুষ্ঠানে শেষে সংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

করোনা নতুন ভ্যারিয়েন্ট সংক্রমণ প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, ক‌রোনার নতুন ভ্যারিয়েন্ট বাংলাদেশের মানুষের ওপর কোনো প্রভাব পড়বে না। কারণ বাংলাদেশের প্রায় ৯৮ ভাগ মানুষই ভ্যাকসিন নিয়েছেন। ত‌বে বিদেশিদের যাতায়াত বিষ‌য়ে সব বন্দরকে সতর্ক অবস্থা‌নে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় বাংলাদেশ থাই অ্যালুমিনিয়ামের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মশি উদ দুজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বাংলাদেশ থাই অ্যালুমিনিয়ামের পরিচালক সাবানা মালেক, কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, গাজীপুর সিভিল সার্জন খাইরুজ্জামান, কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খানসহ ওই কারখানার কর্মকর্তা ও কর্মচারীরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password