নওগাঁর ইট ভাটার প্রায় ১৫ কোটি কাঁচা ইট বৃষ্টির পানিতে গলে গেছে

নওগাঁর ইট ভাটার  প্রায় ১৫ কোটি কাঁচা ইট বৃষ্টির পানিতে গলে গেছে

নওগাঁ জেলার ১১টি উপজেলায় ইট ভাটার খলিয়ানে পোড়ানোর অপেক্ষায় তৈরী প্রায় ১৫ কোটি কাঁচা ইট বৃষ্টির পানিতে গলে গেছে। বৃহস্পতিবার রাতের বৃষ্টিতে নওগাঁ জেলার প্রায় ১৫৭টি ইটভাটা ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে ভাটার খলিয়ানে থাকা অধিকাংশ কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। বৃষ্টিতে প্রায় ৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভাটার মালিকরা।

নওগাঁ জেলা ইটভাটা মালিক সমিতি সূত্রে জানা যায়, জেলায় বর্তমানে পরিবেশবান্ধব ও স্থায়ী চিমনির ১৫৭টি ইটভাটা রয়েছে। বছরে প্রতি ভাটায় ৫০ থেকে ৬০ লাখ ইট পোড়ানো হয়। নওগাঁর ১১টি উপজেলায় ইট ভাটার খলিয়ানে পোড়ানোর অপেক্ষায় তৈরী প্রায় ১৫ কোটি কাঁচা ইট বৃষ্টির পানিতে গলে গেছে। প্রতিটি ইট তৈরিতে খরচ ৪ থেকে ৫ টাকা হিসাবে ক্ষতি হয়েছে প্রায় ৬০ কোটি টাকার। গত বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শুক্রবার বিকেল পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হয়েছে।

এছাড়া শনিবার ভোর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকায় কয়েক দফা বৃষ্টি হয়। এত গলে গেছে ইটভাটায় পোড়ানোর অপেক্ষায় খলিয়ানে থাকা কাঁচা ইট। ইটভাটাগুলোতে কোনো পূর্ব প্রস্তুতি না থাকায় খলিয়ানে রাখা ইট রক্ষা করা সম্ভব হয়নি। আবার কোনো কোনো ইট ভাটায় খামাল করে রাখা ইট পলিথিন দিয়ে ঢেকে রাখায় সেগুলো কিছুটা রক্ষা পেয়েছে। বৃষ্টির পানিতে ইট নষ্ট হওয়ায় এখন বাড়তি সময়, শ্রমিক ও টাকা গুনতে হবে মালিকদের। নষ্ট ইটগুলো আঙিনা থেকে সরিয়ে পুনরায় পানি দিয়ে নরম করে ইট তৈরি করতে হবে। এছাড়া বৃষ্টিতে আঙিনা নষ্ট হলে কয়েকদিন শ্রমিকদের বসিয়ে রেখেও পারিশ্রমিক দিতে হবে মালিকদের।

নওগাঁ জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ রফিকুল ইসলাম বলেন, "প্রতিটি কাঁচা ইটের উৎপাদন খরচ চার টাকা ধরা হলেও ভাটার মালিকদের প্রায় ৬০ কোটি টাকা লোকসান গুনতে হবে। বৃষ্টিতে প্রতিটি ইটভাটা মালিকের সর্বনিম্ন ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।"

মন্তব্যসমূহ (০)


Lost Password