নওগাঁর বিএমজেড এবং নেট্জ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের সদস্যদের মাঝে চারা বিতরণের মধ্য দিয়ে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) সারাদিনব্যাপী জেলার রাণীনগর ও আত্রাই উপজেলার ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের আয়োজনে নিজ অফিস কার্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রকল্পের সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: বাবর আলী, প্রজেক্ট একাউন্টেন্ট মো: আলোমগীর হোসেন, রাণীনগর উপজেলা সমন্বয়কারী আব্দুল রউফ মিলন, আত্রাই উপজেলা সমন্বয়কারী আবু হেনা মোহা: ফিরোজ, ইউনিট একাউন্টেন্ট মো: আলতাফ হোসাইন, এ্যাডভোকেসী এ্যাসিস্ট্যান্ট বিলকিস মোরশেদা ও গোলাম রাব্বানীসহ সকল কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ। পরিবেশ প্রকল্পের আওতায় দুই উপজেলায় ১২টি ইউনিয়নে মোট ১৯০০ চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। এবং এই কর্মসূচি চলমান রয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন