নওগাঁয় ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির অনুষ্ঠিত

নওগাঁয় ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির অনুষ্ঠিত

নওগাঁর বিএমজেড এবং নেট্জ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের সদস্যদের মাঝে চারা বিতরণের মধ্য দিয়ে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (১৫ সেপ্টেম্বর) সারাদিনব্যাপী জেলার রাণীনগর ও আত্রাই উপজেলার ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের আয়োজনে নিজ অফিস কার্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় প্রকল্পের সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: বাবর আলী, প্রজেক্ট একাউন্টেন্ট মো: আলোমগীর হোসেন, রাণীনগর উপজেলা সমন্বয়কারী আব্দুল রউফ মিলন, আত্রাই উপজেলা সমন্বয়কারী আবু হেনা মোহা: ফিরোজ, ইউনিট একাউন্টেন্ট মো: আলতাফ হোসাইন, এ্যাডভোকেসী এ্যাসিস্ট্যান্ট বিলকিস মোরশেদা ও গোলাম রাব্বানীসহ সকল কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ।  পরিবেশ প্রকল্পের আওতায় দুই উপজেলায় ১২টি ইউনিয়নে মোট ১৯০০ চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। এবং এই কর্মসূচি চলমান রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password