মসলার নামে কী খাচ্ছি আমরা?

মসলার নামে কী খাচ্ছি আমরা?
MostPlay

ভেজাল মশলার রমরমা বাণিজ্য চলছে, আজও একটি মিলে অভিযানে জব্দ করা হয়েছে ভুষি আর কয়লা মিশ্রিত ৯০০ কেজি ভেজাল মশলা। মিল মালিককে গ্রেফতার করে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আরও অনেক স্থানে চলছে ভেজালের কারবার। একাধিকবার অভিযানেও যা বন্ধ হচ্ছে না।

চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় মিয়াখান নগর ব্রিজের পাশে একটি ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন এবং কোতোয়ালি থানা পুলিশ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ও কোতোয়ালি থানার ওসি এস এম ওবায়দুল হকের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে কারখানায় দেখা যায় ভয়াবহ চিত্র।

মানবদেহের জন্য ক্ষতিকর রঙ, কয়লা, কাঠের গুড়া এবং অত্যন্ত নিম্নমানের ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছে হলুদ ও মরিচের গুড়া। এসময় কারাখানার মূল মালিক বাচ্চু মিয়া সহ চার শ্রমিককে হাতেনাতে আটক করা হয়। জব্দ করা হয় ৯০০ কেজি ভেজাল মসলা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে পরিচালিত যৌথ অভিযানে আটক বাচ্চু মিয়াকে ১ লাখ টাকা জরিমানা এবং ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তাছাড়া জব্দকৃত মালামাল জনসমক্ষে ধ্বংস করা হয়।

এবিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, “প্রতি বছরই পবিত্র রমজান মাসে অধিক মুনাফা লাভের আশায় বেশ কিছু অসাধু ব্যবসায়ী চট্টগ্রামে এরূপ ভেজাল মসলা উৎপাদন ও বাজারজাত করেন। এ বছর রমজানে চট্টগ্রামে যেন ভেজাল খাদ্যদ্রব্য তৈরি ও বাজারজাত না হয় সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password