ধর্ষণ-যৌন নির্যাতন বেড়ে যাওয়ায় পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা জারি

ধর্ষণ-যৌন নির্যাতন বেড়ে যাওয়ায় পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা জারি
MostPlay

সম্প্রতি নারী ও শিশু ধর্ষণসহ সামগ্রিকভাবে যৌন নির্যাতনের ঘটনা বেড়েছে পাকিস্তানের পাঞ্জাবে। সেখানে যৌন নির্যাতনের ঘটনা এতোটাই বেড়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব প্রশাসন। খবর এএনআইয়ের। বুধবার (২২ জুন) প্রকাশির এক প্রতিবেদনে এএনআই জানিয়েছে, গত সোমবার (২০ জুন) এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী আতা তারার বলেছেন, নারী ও শিশুদের বিরুদ্ধে ধর্ষণসহ যৌন নির্যাতনের মতো ঘটনা বৃদ্ধি পাঞ্জাবের সমাজ এবং সরকারি কর্মকর্তাদের জন্য একটি গুরুতর সমস্যা।

পাঞ্জাবে প্রতিদিন চার থেকে পাঁচটি ধর্ষণের ঘটনা রিপোর্ট করা হচ্ছে। যৌন হয়রানি ও ধর্ষণের মতো ঘটনা মোকাবেলায় বিশেষ পদক্ষেপ নেয়ার কথা ভাবছে সরকার। পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ধর্ষণের মতো ঘটনা মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করছে প্রশাসন। এ বিষয়ে সুশীল সমাজ, নারী অধিকার সংগঠন, শিক্ষক ও আইনজীবীদের পরামর্শ নেয়া হবে। পাশাপাশি সন্তানদের নিরাপত্তায় আরও মনযোগী হতে অভিভাবকদের প্রতিও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সন্তানদের কীভাবে রক্ষা করতে হয় তা এখন শিখতে হবে মা-বাবাদের। সরকার দ্রুত গতিতে ডিএনএ নমুনা সংগ্রহের সংখ্যা বাড়াবে। সামগ্রিকভাবে যৌন হয়রানি রোধে একটি ব্যবস্থা কার্যকর করা হবে আগামী দুই সপ্তাহের মধ্যে, আশা করা যায় এ ধরনের ঘটনাগুলো হ্রাস পাবে।

আতা বলেন, ইতোমধ্যে বেশ কয়েকজন অভিযুক্তকে আটক করা হয়েছে। সরকার ধর্ষণ বিরোধী অভিযানও শুরু করেছে। স্কুলগুলোতেও যৌন হয়রানি সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করা হবে। প্রসঙ্গত, জেনডার ভায়োলেন্স, মহামারি এবং নারীদের বিরুদ্ধে সহিংসতা মোকাবেলায় রীতিমতো সংগ্রাম করছে পাকিস্তান। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স ২০২১ এর র‍্যাংকিংয়ে ১৫৬টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫৩তম। এ তালিকায় যথাক্রমে ইরাক, ইয়েমেন ও আফগানিস্তানের ওপরে রয়েছে পাকিস্তান।

মন্তব্যসমূহ (০)


Lost Password