নওগাঁর পত্নীতলায় লাইসেন্সকৃত বন্দুকের গুলিতে এক ব্যক্তির আত্মহত্যা

নওগাঁর পত্নীতলায় লাইসেন্সকৃত বন্দুকের গুলিতে এক ব্যক্তির আত্মহত্যা

নওগাঁর পত্নীতলা উপজেলায় নিজ বাড়ির ছাদে লাইসেন্সকৃত এক নলা বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন বৃদ্ধ ইয়াকুব আলী (৫৫)। নিহত ইয়াকুব আলী (৫৫) উপজেলার আকবরপুর ইউনিয়নের চেরাডাঙা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

আজ বুধবার (৩০ই মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলার আকবরপুর ইউনিয়নের চেরাডাঙা গ্রামের নিজ বাড়ির ছাঁদে গলায় বন্দুক ঠেকিয়ে আত্বঘাতি হয়েছেন বলে পত্নীতলা থানা পুলিশ প্রাথমিক অবস্থায় নিশ্চিত করেছেন। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, আনুমানিক সকাল সাড়ে ১১টায় ইয়াকুবের বাড়ি থেকে গুলির শব্দ হয়।

স্থানীয়রা তার বাড়ির ছাদে ছুটে গিয়ে দেখেন ইয়াকুব ছাদের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পাশে তার লাইসেন্স কৃত একনলা বন্দুক পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেন। বেশ কিছু দিন থেকে তাদের বাবার সম্পত্তি নিয়ে পারিবারিক এক কলহ চলছিলো বলে জানান স্থানীয় গ্রামবাসিরা।

পত্নীতলা থানা অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনা স্থলে গিয়ে ইয়াকুবের লাশ এবং পাশে থাকা একনলা বন্দুক জব্দ করে। প্রাথমিক তদন্ত শেষে ইয়াকুব তার নিজ বন্দুক গলায় ঠেকিয়ে আত্বঘাতি হয়েছেন বলে পুলিশ ধারনা করছে। পোস্টমটেম এর জন্য মর্গে প্রেরন করা হয়েছে ।

এ বিষয়ে থানায় ইয়াকুবের ভাই একটি অপমৃত্যুর মামলা করেছেন বলে জানান ওসি।

মন্তব্যসমূহ (০)


Lost Password