নওগাঁর মহাদেবপুরে ধান রোপনের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নওগাঁর মহাদেবপুরে ধান রোপনের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
MostPlay

নওগাঁর মহাদেবপুর উপজেলায় জমিতে ধান রোপনের সময় বজ্রপাতে নুরুল জামান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এঘটনায় নাজমুল হোসেন (২৬) নামে আরও এক কৃষক আহত হয়েছেন। আহত নাজমুল হোসেনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়েছে।

বুধবার (২২জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মোল্লাপাড়া সাদীপুর গ্রামের মাঠে বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহত নুরুল জামান ওই গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে ও আহত নাজমুল হোসেন একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মোল্লাপাড়া সাদীপুর গ্রামের মাঠে বাড়ির পাশের জমিতে আউশ ধান রোপনের কাজ করছিলেন নুরুল জামান ও নাজমুল হোসেন সহ কয়েক জন কৃষক। বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে বৃষ্টি শুরু হয়।

কাজ রেখে বাড়িতে ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যান নুরুল জামান। এসময় বজ্রপাতে নাজমুল হোসেন নামে আরেক কৃষক আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রামেকে স্থানান্তর করা হয়।

মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বজ্রপাতে হতাহত কৃষকদের বিষয়টি নিশ্চিত করেছেন। আহত একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password