সন্ধ্যায় মহাসড়কে ৯টি গাড়িতে আগুন

সন্ধ্যায় মহাসড়কে ৯টি গাড়িতে আগুন

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ শিমরাইল এলাকা থেকে হেফাজত সমর্থকদের সরিয়ে দেওয়ার পর আবারও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬ টা থেকে ৭টা পর্যন্ত মহাসড়কের একটি বাস ও চারটি ট্রাক ও চারটি পিক-আপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে ধীরে ধীরে মহাসড়কের যান চলাচল শুরু হয়। মহাসড়কের ঢাকাগামী লেন দিয়ে গাড়ি চলাচল শুরু হবার কিছু সময় পরেই ২টি গাড়িতে আগুন দেয় কয়েকজন। এরপর সন্ধ্যা ৭টা পর্যন্ত অন্তত ৯টি গাড়িতে অগ্নিসংযোগ করতে দেখা যায়।

আগুণ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান। ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। কয়েকটি গাড়ির আগুন নেভানো গেলেও অধিকাংশই এখনও জ্বলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে প্রায় ১১ ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছে ঢাকার সাথে চট্টগ্রাম বিভাগের যান চলাচল।

 

মন্তব্যসমূহ (০)


Lost Password