শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল পর্যন্ত নতুন করে ৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। যা গত ১৫২ দিন বা পাঁচ মাসে সর্বেোচ্চ। এর আগে গত বছরে ২৬ ডিসেম্বর সর্বোচ্চ ১০৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের ৭৩ জন ঢাকার, পাঁচজন চট্টগ্রামের।
এ ছাড়া কক্সবাজার ও বরিশাল জেলায় একজন করে রোগী পাওয়া গেছে। নতুন রোগীদের নিয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২০২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল এক হাজার ৭০৪ জনে।
২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এতে মৃতের সংখ্যা আগে মতোই ১৩ জন। তাদের মধ্যে ১০ জন ঢাকার, তিনজন চট্টগ্রাম বিভাগের।
এ বছর জানুয়ারি মাসে ৫৬৬ জন, ফ্রেরুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন এবং মে মাসের ২৭ দিনে ভর্তি হয়েছে ৭১৮ জন। তাদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন এবং মে মাসে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন